তোমার জন্য ভালোবাসা
            আছে আমার মনে
তোমার জন্য হৃদয় আমার
            কাঁদে ক্ষণে ক্ষণে।

তুমি যদি না বোঝো তো
           কেমনে বুঝাই বলো
অকারণে সন্দেহ ছেড়ে
           সঠিক পথে চলো।

এমনি করে হয়না কিছু
            সহজ পথে চলো
ভুল ত্রুটি থাকলে আমার
           হৃদয় খুলে বলো।

ভালোবাসার শরীরখানি
             থাকে হৃদয়পুরে
বুঝতে হলে লাগে হৃদয়
            জনম জনম ভরে।



বাংলা= ১১ জৈষ্ঠ ১৪২৯
বার=বুধবার
ইংরেজী=২৫-০৫--২০২২
সময়ঃ=১৭-৫৭মিঃ
স্থানঃ খুলনা