তোমাকে না দেখলে আমার ভূবন আধার হয়
শুনলে নাহি তোমার কথা মন যে খারাপ হয়।
কেমন করে বুঝাই বলো ওগো আমার নীলা
তোমার সাথে আমার জোড়া সেতো খোদার লীলা।
নদীর তীরে খুঁজি তোমায় স্রোতের তালে তালে
দাঁড় বেয়ে যায় নৌকার মাঝি তাকাই খোঁজার ছলে।
পাখির কাছে খুঁজি তোমায় গাছের কাছে গিয়ে
পাখি শোনায় গান যে আমায় খবর নাহি দিয়ে।
ফুলবাগানে মালির কাছে তোমার খবর চাই
মালি বলে খবর তো ভাই আমার কাছে নাই।
মাছরাঙা কে জিজ্ঞেস করি আমার নীলা কই?
আমরা তো ভাই ছোট্ট পাখি কেমনে খবর কই?
অবশেষে গেলাম আমি পদ্মানদীর চরে
দেখলাম নীলা যাচ্ছে চলে নৌকাতে পাল তুলে।
ঝড়ো হাওয়া নদীর স্রোতে চলছে নৌকা বেগে
ঝাপসা চোখে দেখলাম শুধু যায় যে নীলা ভেগে।
দেখলো না আর ফিরে নীলা আমি যে নদীর তীরে
দাড়িয়ে আছি তাহার জন্য থাকবো জনম ভ'রে।
হয়তো নীলা তোমার সাথে আর হবে না দেখা
যেথায় থাকো ভালো থেকো ওগো আমার সখা।