তোমাকে আকস্মিক দেখার পর
চুম্বকের দাড়ে আটকে গেলাম আমি
তুমি হেটে যাচ্ছিলে
যাচ্ছিলে তোমার গম্তব্যে নিশ্চয়ই
আকাশ থেকে হঠাৎ করে যেন নেমে এলো একটা পরি
তোমার মিষ্টি হাসি দীর্ঘকায় কৃষ্ণ কালো চুল সুডৌল ঠোঁট জোড়া ওষ্ঠ দ্বয়
মিষ্টি মধুর চাহনিতে
সম্বিত হারালাম আমি
কিছুক্ষণ পর চোখ মেলে দেখলাম একটা মিষ্টি গোলাপ
বারবার কথা বলতে ইচ্ছে করছিলো আমার
কিন্তু প্রকৃতির অসামান্য ইশারায় চোখ ফিরিয়ে নিতে হলো আমাকে
তবুও পলকহীন চোখ দিয়ে অবলোকন করছিলাম
শুধুই তোমাকে
এ পৃথিবীর একমাত্র দর্শনীয় সুন্দরী ছিলে তখন তুমি আমারই চোখে
তারপর তারপর নিমেষেই হারিয়ে গেলে তুমি
মিশে গেলে প্রকৃতির সাথে হঠাৎ করে
সেই থেকে প্রতিক্ষণ খুঁজে বেড়াচ্ছি তোমাকে ক্লিওপেট্রা
যদি আবারও একবার দেখা হয় তোমার সাথে