তোমার বাড়ি তোমার ঘর আমার কাছে ফেলে
অভিমানের খেয়ায় চড়ে কোথায় চ'লে গেলে?
কষ্টে আমার দিন কাটে না রাত কাটে না মোটে
সকাল বেলা সূর্য ঠেলে দুপুর যে না জোটে।
তুমি গ্যাছো সামনের দিকে আমি গেছি পিছে
তোমার আমার হয়না দেখা জীবন গেলো মিছে।
অভিমান আর আবেগ নিয়ে জীবন হলো শেষ
অপরাহ্ণে দূব্বা ছিড়ে ফিরছি বাড়ি বেশ।
ছন্নছাড়া জীবন তখন বয়স ছিলো কম
অল্পতেই রেগে হতাম আস্ত আলুর দম
কেমন করে বুঝাই বলো সবই ছিলো ভুল
চুন থেকে পান খসলে পরে ছিড়তাম মম চুল।