বর্জ্য ত্যাগের পর ঢেকে রাখার কি আমরণ চেষ্টা
দেখেছি টোফুর(বিড়াল)
প্রত্যক্ষ করেছি পশু প্রাণীর কি সে ভয়ংকর লজ্জা
মরিয়া হয়ে ওঠে সে লজ্জা নিবারনের জন্য
লিটারের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে সে
তবুও লজ্জা নিবারিত না হওয়া পর্যন্ত লেগে থাকে
আঠার মতো
আস্তে আস্তে বহু চেষ্টার পর সফল হয় সে
তারপর ফিরে আসে আমাদের  মাঝে
পশুর লজ্জা নিবারনের কাছে হেরে যায় মানুষ
বর্জ্য ত্যাগ করে লজ্জিত হয় পশু
অথচ মানুষের নেই কোনো লাজ কোনো কাজে
একের পর এক নির্লজ্জের মতো করে যায় সব
গৃহপালিত প্রাণী টোফুর লজ্জায় লাল হয়ে যাই
লজ্জিত হই ঘরে
নির্লজ্জ মানুষের কথা সেই হারে কবো আমি কারে


বিঃদ্রঃ
আমার কন্যাদ্বয় একটা পার্সিয়ান বিড়াল পোষে।
বিড়ালটির নাম রাখা হয়েছে টোফু।
ঐ বিড়ালের বিশেষ মুহূর্তের প্রাকৃতিক কাজ অবলোকন
পূর্বক আমার এ ক্ষুদ্র ও সামান্য লেখা।
আশা করি আসরের সকল কবি বন্ধু  স্বাভাবিক ভাবে
নেবেন। ধন্যবাদ।