জীবন গেলো সব হারালাম
জীবন শেষে পেলাম কি?
সব হারানো জীবন নিয়ে
এখন আবার ভাবনা কি?
ঝাপসা চোখে দেখিনা আর
স্মৃতি ঘেরা জীবন টা
কেমন ক'রে টানবো বলো
জীবন নামের ধনুকটা।
একলা হ'য়ে তাকিয়ে দেখি
সামনে কোনো মানুষ নেই
যে যার মতো গ্যাছে চ'লে
বুড়োর কোনো দরকার নেই।
সময় যখন ছিলো আমার
সবাই ছিলো সাথে ওই
আজকে তারা কোথায় গেলো?
টিকটিকিরও দেখা নেই।
দিন কাটে আজ অস্থিরতায়
বিষন্নতার দীর্ঘশ্বাস
দাপিয়ে বেড়ায় সারা রাত্রি
আমার দেখি সর্বনাশ।
দুঃখ ক'রে কি আর হবে
মানতে আমরা বাধ্য ওই
দুঃখ কি আর বেলানো যায়
দুঃখ নিয়ে থাকবো সই।