এমনি কি আর কয়
টাকা দেখলে কাঠের পুতুল
হা ক'রে ঠিক রয়।
তাইতো আমি বলি
মানুষ গুলো খালি
টাকার পিছে দৌড়াদৌড়ি
করছে হুড়োহুড়ি।
টাকা-ই মূল্যবান
টাকা-ই মহাধন
টাকার জন্যই সবকিছু আজ
হচ্ছে তাই নিধন।
টাকার পাহাড় গ'ড়ে
টাকার রথে চ'ড়ে
আর কতোকাল থাকবে বলো?
রক্ত চুষার তরে।
এ পৃথিবীর পরে
'ফুল ফুটে আর ঝরে'
এখন আছি যাবো চ'লে
ঠিকই দু'দিন পরে।