কারণ ছাড়া কার্য হয়না লজিকের এ বাণী
পড়েছিলাম পাঠ্য বইয়ে সত্য ব'লেই জানি।
এ পৃথিবী অনেক বড়ো মানুষ দ্যাখো মেলা
স্বার্থ ছাড়া যায়না কাছে করেনা কেউ খেলা।
স্বার্থ যদি থাকে কারো আসবে তোমার কাছে
ভুল ক'রে ও যাবেনা সে ফেলে তোমায় পাছে।
উদ্দেশ্য তার করবে সফল থাকবে সদা পাশে
স্বার্থ উদ্ধার না হওয়া তক ঘুরবে আশেপাশে।
মনে রেখে এই কথাটি সতর্ক কেউ হ'লে
পিঁপড়াগুলি মিষ্টি ছাড়া যাবে ঠিকই চ'লে।
নিজের কথা ভাবো আগে পরের কথা পরে
যত্ন নিলে ঢাললে পানি গাছ থেকে ফল ঝরে।