স্বপ্ন এখন দেখি না আর স্বপ্ন গেছে ম'রে
স্বপ্ন এখন ক্ষুধার জ্বালা কান্নাকাটি করে
স্বপ্ন গাছের শেকড় কাঁদে কাঁদে গাছের ডাল
স্বপ্ন মূলে জল ঢালিবো কোথায় এমন জল?
নদী নালা খালে বিলে কোথাও নাই পানি
স্বপ্ন গাছের গোড়ায় আমি কেমনে জল ঢালি?
স্বপ্ন আমি দেখি না আর দিছি দেখা ছেড়ে
স্বপ্ন ছাড়া জীবনটাকে দেখবো আরাম করে।