স্বপ্নদ্যাখো ছবি আঁকো আস্থা রাখো কাজে
আস্থাসহ করলে কাজ পড়বেনাকো লাজে
স্বপ্ন ছাড়া জীবন অচল স্বপ্ন দেখতে হয়
স্বপ্ন ছাড়া জীবন দ্যাখো শুধু ই গদ্যময়।
স্বপ্নেরসাথে ভালোবাসা কাজে যদি থাকে
ব্যর্থ তখন হয়নারে সে সফল ছবি আঁকে
স্বপ্ন আস্থা মেধা শ্রম জীবনে যার আছে
সফলতারচাবি ঠিকি পৌঁছাবে তার কাছে।