সুখপাখীটি ঘুরে বেড়ায় তোমার দ্বারে দ্বারে
ধরতে তুমি পারোনা কেনো প্রশ্ন করো তারে
ধরা দেবার জন্য সেতো থাকে আশে পাশে
তুমি কেনো চাওনা তারে বলো তারই কাছে।
আকাশচুম্বী চাহিদা ছেড়ে এসো সরল পথে
সোনার সংসার গড়ে তোলো আনন্দেরই সাথে
জীবন কাটাও অল্প আয়ে চাহিদা করো কম
নিয়ন্ত্রনে রাখলে জীবন হবেই সুখী জন।