এ পৃথিবীর ছায়াতলে কতোই লোকের বাস
কেউবা থাকে সুখে আবার কেউবা হাহুতাশ।
ইচ্ছে করলেই পায়না কেহ সুখেরই সন্ধান
সুখ পাখিটি তোমার ঘরে তারে খোঁজো ক্যান?
সুখ্ সুখ্ করে মাথা কুটলেও সুখ পাবেনা জেনো
সুখ যে তোমার নিজের কাছেই এ কথাটি মেনো।
যা আছে তা নিয়েই ভাবো আছো অনেক সুখে
এরচেয়ে আর চাইলে বেশি থাকবে মহা দুঃখে।
আপনা থেকে যেটাই আছে সেটাই আসল সুখ্
এরচেয়ে আর চাইলে বেশী বাড়বে শুধুই দুখ্।
গাড়ি বাড়ি দালান কোঠা টাকা যাদের আছে
সুখের লাগি তাদের ও যে দুঃখ অনেক আছে।
অট্টালিকায় দালানকোঠায় হয়না শুয়ে ঘুম
অথচ দ্যাখ ভাঙা ঘরে দ্যাখরে ঘুমের ধুম
'রিকশা শ্রমিক প্যাডেল মেরে' পুঁইশাকে ভাত খেয়ে
শান্তি সুখে গান গেয়ে যায় বৃষ্টিতে যায় নেয়ে।