কোনো কিছু পেতে হলে শ্রম দিতে হয়
শ্রম ছাড়া পেলে কিছু তৃপ্তি কভু নয়।
শ্রম দ্বারা কিছু পেলে হৃদয় যাবে ভ'রে
শান্তি সুখে কাটবে সময়সারাজীবন ধ'রে।

মান সম্মান বাড়বে তোমার শ্রমে কিছু পেলে
আত্মশক্তি আত্মবিশ্বাস শ্রমে শুধুই মেলে।
শক্তি সাহস থাকে যদি শ্রম দিয়ে জয়
করতে হবে সকল কিছু বিনাশ্রমে নয়।

বিনাশ্রমে পেলে কিছু সম্মান নাহি বাড়ে
সংকীর্ণতা হীনমন্যতা ক্ষণে ক্ষণে মারে।
মান নিয়ে থাকতে হলে করতে হবে কাজ
হাজার রকম শ্রমে কভু পাবেনাকো লাজ।

সমৃদ্ধি আনতে হলে শ্রম দিতে হবে
নির্মাণের আনন্দ ঠিকি তখন তুমি পাবে।
কম কিম্বা বেশী হোক মেধা সবার থাকে
পরিশ্রমী শ্রম দিয়েই মেধার ছবি আঁকে।

শ্রম দিলে ভাগ্য বদলায় একটু ভেবে দেখো
শ্রমের জন্যই মহান সৃষ্টি সবাই মনে রেখো।
শ্রম ছাড়া হয়না কিছু এটুক রেখো মনে
শ্রম দিও দেশের তরে দিও নিজের ক্ষণে।

বাংলা= ২২ বৈশাখ ১৪২৯
বার=শুক্রবার
ইংরেজী=০৬-০৫-২০২২
সময়ঃ=০০-২১মিঃ
স্থানঃ টাঙ্গাইল