মিথ্যাঃ
হেসে বলে সত্যকে ভাই
এখন আমার দিন
সময় গেছে কেটে পড়ো
শুধাও আমার ঋণ।
সত্যঃ
দুঃখে বলে মিথ্যাকে তাই
আমরা দুটি ভাই
দেনা পাওনা ঋণ বুঝি না
বাদ দিয়ে চল্ যাই।
মিথ্যাঃ
আবার বলে সত্যকে ভাই
তুমি বোঝো নাই
সাতশো বছর আগে তুমি
মারা গেছো তাই।
সত্যঃ
তোমার সাথে বলছি কথা
কেমনে গেলাম মারা?
কওনা বুঝায় আমায় তুমি
তোমার জ্ঞানের দ্বারা।
মিথ্যাঃ
মস্তবড়ো বোকা তুমি
কিচ্ছুই বোঝো না
সত্যযে আর নাই দুনিয়ায়
তা কি বোঝো না?
সত্যঃ
না না না আছি আমি
বলছো তুমি ভুল
তোমার ভুলে হাসবে সবাই
হাসবে যে বিলকুল।
মিথ্যাঃ
চক্ষু তোমার কানারে ভাই
কিছু ই দেখো না
মিথ্যা ছাড়া এই দুনিয়ায়
কিছু ই চলে না।
সত্যঃ
এখনো ভাই সত্য আছে
আছে কিছু মানুষ
সত্য ব'লে সুখী তারা
বাজায় সুখের ফানুস।
মিথ্যাঃ
না না না ভুল বলেছো
সাতশো বছর আগে
মারা গেছো তুমি ওযে
জানোই আগে ভাগে।
সত্যঃ
মিথ্যা আমি বলবো না ভাই
যা হয় আমার হবে
দুদিন পরে চ'লে গেলে
সত্য আমায় কবে।
মিথ্যাঃ
চোখের পাতা খুলে একবার
চারপাশে না দেখো
মিথ্যা ছাড়া বলে না কেউ
একটু খবর রাখো।
কর্মকর্তা এমপি বলো
মিথ্যা বলে সবাই
সত্যি কথা বললে তাহার
গর্দান যে আর নাই।
সময় থাকতে আসো না ভাই
আমার দলে তুমি
যা চাবে তার পাবে সবই
কেবল পদ চুমি।
বিশ্বাস বলো আস্থা বলো
আজ আর কিছু নাই
এ অবস্থায় যাবে কোথায়?
মানুষ গুলো ভাই।
তাই তো বলি জলদি তুমি
এসো আমার দলে
আস্থাহীন আর বিশ্বাস ছাড়া
বিশ্ব আজি চলে।
সত্যঃ
যতোই তুমি বলো না ভাই
আসবো না তো দলে
আস্থা ছাড়া মিথ্যা ছাড়া
চলবো সমান তালে।
তোমার কথা আমার কিন্তু
বেশ আছে ভাই জানা
থাকবো সবাই সত্য নিয়ে
কোরোনা কেউ মানা।
মিথ্যাঃ
ঠিক আছে ভাই করো তুমি
যা হয় তোমার মনে
আমায় তুমি কোরো স্মরণ
বিপদ হলে ক্ষণে।
চোখ খুলে তুই দেখলি নারে
ওরে সত্য ভাই
ইরাক পুড়ে ছাই হলো ক্যান
বলনা একটু তাই?
মিথ্যা অস্ত্রের ধোয়া তুলে
সাদ্দামকে দেয় ফাসি
তাকিয়ে রইলো নীরব বিশ্ব
বললো সাদ্দাম আসি।
একইভাবে গাদ্দাফিও
হলো বলির পাঠা
তারপরও ভাই আমরা সবাই
মিথ্যাকে দেই টাটা।
এই হলো ভাই সত্য মিথ্যার
এই দুনিয়ার খেলা
এখন যে ভাই যেতে হবে
আমার যে নাই বেলা।