কি বলবো আর মনের কথা
সত্য গ্যাছে মারা
ন্যায় বিচারও পালিয়ে গ্যাছে
রয়ে গ্যাছে ধরা।
ধরা কাঁদে একলা এখন
পাশে কেহ নাই
পাঁখি ডাকে অনেক দূরে
ক্যামনে সেথা যাই।
মিথ্যার আজি ব্যবসা ভালো
ক্যাশবাক্সো ভরা
সত্যর কষ্ট দেখে মিথ্যা
সুখে আত্মহারা ।