সত্য আজকে মনের দুঃখে ছেড়ে তাহার বাড়ি
চলে গেছে দিয়ে গেছে সাত সমুদ্দুর পাড়ি
বলে গেছে আসবে না আর ফিরে তাহার ঘরে
ঘরযে তাহার জবরদখল মিথ্যাদেরই জোরে।
সত্য আজকে ঘোড়ার পিঠে চলছে হুহু করি
মিথ্যা পিঠে সাপুত সুপুত মারছে চাবুক ভারি
এমন চাবুক মারছে পিঠে সহ্য করা দায়
যাচ্ছে উড়ে সত্য দেখো নীল আকাশের গায়।
সত্য বলে রাজ সিংহাসন ছিলো একদিন আমার
লক্ষ কোটি আমজনতা দেখতো সুখের খামার
আজকে মিথ্যার জোর হয়েছে দল হয়েছে ভারী
তার ভয়েতে সত্য যে আজ যাচ্ছে ছেড়ে বাড়ি।
মিথ্যারা আজ দলে ভারী তাদের কথাই সব
তাদের হাতেই পিস্তল কামান অস্ত্রের কলরব
হকিস্টিক আর লাঠি পেটা কামান গুলির ভয়ে
পালিয়ে গেলো সত্য আজি আপন গায়ের ছায়ে।
সত্য আজকে ভুলে গেছে সত্য কথা বলতে
হেরে গিয়ে মিথ্যার কাছে সঠিক পথে চলতে
দেখতে পায়না সত্য আজি ছানি তাহার চোখে
ক্যালসিয়াম তার ক'মে গেছে হাটুতে কে দেখে?
সত্য আজি কানাখোঁড়া লাঠি তাহার হাতে
অশ্রু ঝরে গ্লুকোমায় করুণ আঁখি পাতে
হাটতে গেলে গুতা খেয়ে পড়ে রাস্তার পাশে
মিথ্যারা সব দেখে তাহা খিলখিলিয়ে হাসে।
জরাজীর্ণ দেহ নিয়ে সত্য গেছে মরে
পড়ে আছে মৃতদেহ তাকায়না কেউ ফিরে
মিথ্যারা আজ বাজনা বাজায় সুখের সীমা নাই
সত্য মরায় গরীব কাঁদে বলুন কোথা যাই।
আবার যদি দিন আসেতো সত্য আসবে ফিরে
থাকবো সবাই সেই আশাতে মিথ্যারি বুক চিরে
দেশ সমাজ বাসুন ভালো সত্য আসুক নীড়ে
মিথ্যারা সব যাক পালিয়ে সকল সত্যের ভীড়ে।
বাংলা= ১৯ বৈশাখ ১৪২৯
বার=সোমবার
ইংরেজী=০২-০৫-২০২২
সময়ঃ=১২-২৩মিঃ
স্থানঃ টাঙ্গাইল