তোমার মতো নেতা মুজিব আগেতো কেউ হয়নি
মধুমতী নদীর তীরে আর তো কেহ গায়নি।
গাইছে পাখি মনের সুখে গাইছে পাখি ডালে
গাইছে আহা নৌকার মাঝি গাইছে তালে তালে।
মহানন্দে মাতছে সবাই মধুমতীর তীরে
বিশ্বনেতা আজকে বুঝি নামছে ধীরে ধীরে।
আলোর মশাল হাতে নিয়ে নামলো নেতা শেষে
বাপ মা সহ পাড়ার সবাই আনন্দে যায় ভেসে।
ভাবলো সবাই কেটে যাবে সকল অমানিশা
জালবে মুজিব সবার তরে জালবে আলোর দিশা।
এমন নেতা ধরনী তলে কেউ ছিলো না আগে
হবেনা আর এমন নেতা বিশ্বে কারোর ত্যাগে।
এ পৃথিবীর অনেক নেতা অনেক গুণে গুণী
বঙ্গবন্ধুর নীতির কাছে সকল নেতাই ঋণী।
বঙ্গবন্ধু শেখ মুজিবের বিশ্ব ধরা মাঝে
তুলনা কি হয়কি তাহার তুলনা কি সাজে?
হাজার নেতার সারিতে আজ মুজিব তুমি একাই
তোমার ভাষণ বিশ্ব মাঝে বাজায় দেখো সানাই।
ভয় ছিলো না ডর ছিলো না কখনো তোমার মনে
সাহস নিয়ে তাই তো মুজিব লড়তে ক্ষণে ক্ষণে।
পাক সেনারা গোর খুড়ে কয় আয়ু তোমার শেষ
কারাগারের পাশে দাফন করবো তোমায় বেশ।
হাসতে হাসতে বঙ্গবন্ধু তাদের ডেকে বলে
সারাজীবন মার খেয়েছি থাকছি জেলে জেলে।
কবর খুড়ে ভয় দেখালে মুজিব হেসে কয়
মুজিব শুধু বাংলাতে নয় মুজিব বিশ্ব ময়।
কবর দেখে বঙ্গবন্ধু মিটমিটিয়ে হাসে
লাল সবুজের পতাকা তার চোখের জলে ভাসে।
কবর খুড়ে হয়নি যে লাভ সে যে বাংলার মুজিব
রয়েল বেঙ্গল টাইগার হয়ে লড়ছে সদাই সজীব।
ভয় পায়নি জাতির জনক ফাঁসির মঞ্চ দেখে
হাসছে মুজিব হাসছে সদা হাসছে থেকে থেকে।
বলছে তাদের ডেকে ডেকে দাওনা তাকে ফাঁসি
তার ফাঁসি তে বাংলা মা যে হাসবে রাশি রাশি।
পারেনি কেউ কিনতে তাকে লক্ষ চেষ্টার পর
পাঠিয়েছিলো পাক বাহিনীর হাজার গুপ্ত চর।
লোভ করেনি জাতির জনক কোনো কিছুর জন্য
ত্যাগ করেছেন সবই তাহার জনগনের জন্য।
জনগণের জন্য তুমি লড়ছো সারাক্ষণ
জেল জুলুম কারগারকে করেই আলিঙ্গন।
কতো নেতা কতো ভাষণ দিলো ধরা তলে
তোমার ভাষণ বিশ্ব সেরা সকল নেতাই বলে।
পতাকা আর দেশ দিয়েছো আরও অনেক আশা
সব দিয়েছো পাইনা খুঁজে প্রকাশ করার ভাষা।
তুমি বাংলার চির সম্রাট থাকবে সবার মনে
বীর বাঙালী ভুলবে না কেউ কাঁদবে ক্ষণে ক্ষণে।
যেথায় থাকো ভালো থেকো প্রিয় বাংলার নেতা
তোমার নীতি আদর্শে তাই তুমিই জাতির পিতা।