এখন তুমি ভালোই আছো
ঝর্ণাধারার মতো
নোনা জলে যাচ্ছো ভেসে
ভাসছো অবিরত।
এখন তুমি ব্যস্ত অনেক
সময় তোমার নেই
তোমার কথা উঠলে মনে
হারিয়ে ফেলি খেই।
তোমার কাছেই আছি আমি
তোমার কাছেই রবো
ঝোড়ো হাওয়ার কান্নার কথা
তোমার কাছেই কবো।
যতই তুমি দূরে ঠেলো
থাকবো ঠিকই তোমার
তোমার কাছেই সঁপে দেবো
সকল কিছু আমার।