আমার দেশের সোনার ছেলের নাম কি তোমরা জানো?
জানো বা আর নাই বা জানো 'সোনার' নাম কি মানো?
মানবে তোমরা সোনার ছেলে জানলে তাদের কাজ
তাদের কাজে ধন্য যে দেশ ধন্য দেশের রাজ।
সোনার ছেলে কৃষক আমার বলতে দ্বিধা নাই
তাদের কথা নাইবা ব'লে আজকে কোথা যাই।
ভোর বেলা পান্তা খেয়ে মাঠের পানে ধায়
রোদে পুড়ে কাজ ক'রে সে বাড়ি ফিরে যায়।
দেহের তাদের হাড় গুনা যায় একটু খেয়াল করলে
তৈরী ক'রে পায়না খাবার ব্যাপারটা কি বুঝলে?
তারাই সবার অন্ন যোগায় তারাই যোগায় খাবার
তারাই আবার না খেয়ে রয় ব্যাপারটা কি ভাবার?
সভ্যতাকে আনলো ডেকে কৃষক আমার ভাই
কৃষি কাজ যে মহৎ শিল্প স্মরণ রাখা চাই।
মাথার ঘাম পায়ে ফেলে ফসল তোলে ঘরে
সেই ফসলে রাজার গোলা উপচে উপচে পড়ে।
হাজার রকম ঝুঁকি নিয়ে কৃষক করে কাজ
বজ্রপাতে মরার ঝুঁকি মাথায় পড়ে বাজ।
সারাজীবন ত্যাগ করে যায় দেশের সবার জন্য
তাদের ত্যাগই ভোগ করে হয় দেশের সবাই ধন্য।
তারা কভু ভোগ করে না ভোগের চিন্তা নাই
চিন্তা শুধু চাষাবাদ এর বাইরে কিছু নাই।
শীতকালে কনকনে শীত ভারী ঠান্ডায় দেহ
কাঁপতে থাকে থথ্থর করে দেখে নারে কেহ।
গ্রীষ্ম কালে খুব দুপুরে ডাকে যখন ঘুঘু
রৌদ্র তখন মরুভূমির ঢেউয়ের মতো ধুঁধু্ঁ।
গাছের ডালে সকল পাখি দুপুর বেলা দোলে
কৃষক তখন চাষের কাজে আরামকে যায় ভুলে।
তোমার শ্রমে তোমার ঘামে গড়ে ওঠে দেশ
কৃষক তোমরা সোনার ছেলে তোমার বাংলাদেশ।
বাংলা= ৩০ জ্যৈষ্ঠ ১৪২৯
বার= সোমবার
ইংরেজী=১৩-০৬--২০২২
সময়ঃ=২৩-৩৭ মিঃ
স্থানঃ টাঙ্গাইল