সমুদ্রের জলের মতো স্ফটিকের মতো স্বচ্ছ
একবুক ভালোবাসা চেয়েছিলাম আমি
ঠিক এতোটাই স্বচ্ছ যে ধুলিকনা পাথর বালুর আস্তরণ
সামুদ্রিক চিলের পালক
কোনো কিছুই থাকবে না জলের ভেতর
জলটা হবে ঠিক ডিস্টিল্ড ওয়াটারের মতো
হবে স্বচ্ছ আয়নার মতো
যার সামনে দাঁড়িয়ে হৃদয়ের সকল চোখ খুলে
আমি শুধু দেখবো আমার ভালোবাসার ছবি
আমার প্রিয়তমার ছবি
কোনো বাঁধা কোনো বিপত্তি সামনে এসে দাঁড়াবে না
আমার
আমি শুধু চোখ খুলে হৃদয়ের আঁখি মেলে দেখবো
তোমাকে আমি
দেখবো শত সহস্র কোটি কোটি বার
পরাণ ভরে দেখবো আর খাঁ খাঁ মরুভূমির উদ্যান
ভ'রে দেবো উষ্ণ জলের ছোঁয়ায়
থেমে যাবে জ্বলন্ত উনুনের অগ্নিদাহ
আমি ঠিক সমুদ্রের জলের মতো স্ফটিকের মতো
স্বচ্ছ একটা ভালোবাসা চাই
শুধুমাত্র একটা ভালোবাসা
শুধুমাত্র একটা ভালোবাসা
এরচেয়ে বেশি কিছু চাই না আমি আর