যতোই আসুক ঝড়-ঝঞ্ঝা দুর্দিনে হও বীর
ভিতর বাহির সমান রেখে সব করো স্থির।
পরাজয় আর ভয়ের জন্য কাঁপে না যেনো বুক
দূর্জয় হয়ে ওঠো তুমি হাসুক তোমার মুখ।
সত্যের জন্য মিথ্যার সাথে সংগ্রাম হবে সুর
সেই সুরেরই তালে আহা ভাসবে সমুদ্দুর।
মৃত্যুঞ্জয়ী পুরুষ হলে পরবে জয়ের মালা
জয় ছিনিয়ে আনবে সে যে খেলবে সুখের খেলা।
শত্রু দেখে ভয়ে কারো যদি কম্পন আসে
সেতো যাবে ছাই ভাগাড়ে দেখে সবাই হাসে।
রণতৃষ্ণা বাড়াবে যে শত্রু সৈন্য দেখে
উঠবে জ্বলে শিরায় শিরায় স্বীয় তেজের থেকে।
তলোয়ারে তেজ ফুটাবে শত্রু যাবে মেরে
বধ হবে সব শত্রু সেনা তেজের তলোয়ারে।
অকল্যানে ব্রতি যারা তারা সবার দুশমন
দূরন্তরা লড়ো সবাই করো ভীষণ রণ।
তরোবারী আজ ধরো সবাই ধরো নরনারী
অভয় দিতে দূর্বলেরে চিত্ত করো ভারী।
অবিচার আর অন্যায় দেখে চুপ করে না থাকো
প্রতিবাদের ঝংকার তুলে ইতিহাস গড়ে রাখো।