ঈদের দিনে আমার ঘরে
উঁকি দেয়না কেউ
চেয়ে থাকি চাতক পাখি
বুকে ব্যথার ঢেউ।
একলা আমি থাকি বসে
মাটির চুল্লীর পাশে
সেমাই কিম্বা মাংস নিয়ে
কেউবা যদি আসে।
দিন চলে যায় রাত্রি নামে
ঈদ আসেনা আর
এমনি ভাবে সারাজীবন
করছি আমি পার।
কিচ্ছু হাতে কেউ আসে না
তবুও বসে রই
মাটির চুল্লীর সাথে আহা
দুঃখের কথা কই।
সকল দুঃখের দুঃখি আমি
আমিই সখিনা
দিন চ'লে যায় বছর আসে
ঈদ যে আসেনা।
চুল্লী আমায় ডেকে বলে
ওগো দুখের দুঃখি
তুমি আমি সমান দু'জন
ভাবনা কি আর সখি।
বিঃদ্রঃ আগের ঈদ বানানটাই আমার পছন্দ।