তুমি,তোমার দীর্ঘাঙ্গী দেহ কৃষ্ণ কালো চুল
তোমার শ্যামবরণ মিষ্টি শরীর
দিগন্ত জুড়ে চেয়ে থাকা অক্ষিগোলক
মাদক জড়ানো কন্ঠ
তোমার সুমিষ্ট হাসি গোলাপি ঠোঁট
শুভ্র সাদা দাঁত নির্মল নিঃশ্বাস
তোমার এ সবকিছুই একদিন কেড়ে নিয়েছিল
আমাকে
ভালোবেসেছিলাম তোমাকে আমি
আজও আমি শুনতে পাই তোমার কামার্ত কন্ঠস্বর
দেখতে পাই সুঠাম সুগঠিত শরীর
দেখতে পাই সুমিষ্ট হাসি
এসবতো শুধু আমারই ভালোবাসা
অন্য কারোর নয়