শুধু মেধা-ই যথেষ্ট নয়
লাগে অনেক চেষ্টা
অনুশীলন মেধার হলে
মিলবে তবে তেষ্টা।
কাজ কোনো বিষয় নহে
ছোটো কিম্বা বড়ো
চেষ্টা যদি থাকে তবে
সফল হবে আরো।
সাফল্য হোক দিনের শুরু
এমন কোনো কাজ
করতে হবে সহজভাবে
থাকবে না যে লাজ।
মনোবল আর আত্মবিশ্বাস
চেষ্টা যদি থাকে
ধরা দেবে সাফল্য ঠিক
দেবে তারি কাছে।
মেধাবীরাই জয়ই হবে
পুরো সঠিক নয়
চেষ্টা থাকলে কম মেধাবী ও
জয়ের সন্ধান পায়।
মেধা শ্রম দুটোই খোলে
জয়ের ধারাপাত
পড়তে পারলে পুঁজি ক'রে
হবেই বিশ্ব মাত।
সব মেধাবীই জেতে নারে
কম মেধাবী ও জেতে
চেষ্টা শ্রমের অনুশীলনে
উঠলে তারা মেতে।
আসল কথা ইচ্ছা শক্তি
শ্রম থাকা চাই
অদম্য এক চেষ্টা থাকলে
সফল হবে ভাই।
বাংলা= ২৭ জ্যৈষ্ঠ ১৪২৯
বার= শুক্রবার
ইংরেজী=১০-০৬--২০২২
সময়ঃ=২২-৩৩ মিঃ
স্থানঃ টাঙ্গাইল