কথা দিয়ে জয় হয় কথা দিয়ে ক্ষয়
সাবধানে কথা বলো বোদ্ধাজনে কয়
মুখ দিয়ে কথা বলে মনের কথা কয়
মুখ ছাড়া কথা বলা এতো সম্ভব নয় ।
এই মুখে মধু থাকে এই মুখে বিষ
দেখেশুনে বললে হবে কথাটাই ঠিক
মানুষের শত্রু থাকে এটা সবাই মানি
মুখ হলো বড় শত্রু এসো সবে জানি।
বড় কিছু হতে চাইলে লাগাম দাও মুখে
অনেক কিছুই অর্জন হবে রবে মহাসুখে
মুখখানি বন্ধ রাখো কথা বলো কম
দশবার ভেবে বলো কথায় পাবে দাম।