সম্পর্ক তৈরীর বন্দনায় কেউ কেউ
এঁকে যায় নভেরার ছবি
কেউ স্থায়ী বন্ধুত্বের আশায়
কাঁটায় নিদ্রাহীন রাত
পদ্মার বুক চিরে কেউ কেউ ছুটে যায় আপন গম্তব্যে
জীবন সায়াহ্নে এসে কেউ কেউ
বন্ধুত্বের
স্বাধীন  স্বীকৃতি দিতে ও কুন্ঠা বোধ করে
বেহায়া নির্লজ্জের মতো
সূর্যের রশি ধরে ঝুলে থাকলেও
ফিরে চায়না পথিকবর
তবুও দ্বিধাহীন চিত্তে লেগে থাকে
সুপার গ্লু'র মতো
কি হবে ভবিষ্যৎ জানে না সে
নীলার দু'একটা কথা একটু স্পর্শ একটু সম্পর্ক
যদি মরা নদীতে যৌবনের বাণ ডেকে আনে
তো ক্ষতি কি!