একদিন তোমার ভালোবাসা আকাশে উড়ে যাবে শিমুল তুলার মতো
খুঁজে তুমি পাবে নাকো আর ফিরে তুমি আমাকে
সেদিন বলবে তুমি কেঁদে কেঁদে হায় আমার হৃদয়ের ভালোবাসা
কোথা যাও তুমি আমায় ফেলে শুধু একটু যাও ধীরে
যেদিন বুঝবে তুমি আমাকে আর আমার ভালোবাসা
সেদিন ফিরবে তুমি আমার কাছে শিমুল তুলা না হয়ে
ফিরবেনদীর ঘাটে জলতোলা কলসী কাকে কোনো সুন্দরী রমনী হয়ে
ফিরবে তুমি আমার তরে শুধুই আমার ভালোবাসা হয়ে
কলসী কাকে লেপ্টে যাওয়া শাড়ীতে কি নিদারুণ মানাবে তোমাকে শুধুই
আমার চোখে
আর যদি তুমি আসো একবার ফিরে আমার কাছে
তোমাকে নিয়ে যাবো আমি সুদুর সাগরের তীরে
মিসে যাবো দোহে সাগরের ঝিরিঝিরি বৃষ্টির শব্দ আর গানের সুরে
হবো শুধু একাকার আমরা দু'জনে মিলে
গাইবো গান দোহে মিলে শুধু সামুদ্রিক পাখি আর গাঙচিলের ঝাঁকের ভীড়ে
কথা দাও নীলা যাবে না আর তুমি আমাকে ফেলে
তোমার একান্ত কোনো তুচ্ছ অভিমানে
আমিও দিলাম কথা থাকবে তুমি কাছে আমার
শুধু তাজা গোলাপের পাপড়ি আর সুঘ্রাণ হয়ে
রইবো আমি চিরকাল তোমার শাড়ীর আঁচল ধরে
রইবো চিরকাল শুধুই তোমার চোখের তারা হয়ে
যেও না কো নীলা আর আমাকে ফেলে তোমার কোনো তুচ্ছ অভিমানে