কেমন ক'রে সেদিন বলো বাঁধতে চাইলাম ঘর?
বুঝার আগেই পড়লে কেটে করলে আমায় পর
কি দোষ আমার ছিলো সেদিন?বুঝতে নাহি পারি
কেনো সেদিন পালিয়ে গেলে আমার ভূবন ছাড়ি?
যাবার পরে কেঁদে কেঁদে রাত্রি করি ভোর
মনটা কেনো করলে চুরি?ওরে সিঁদেল চোর
আজও ব্যাথায় কেঁদে মরি বুঝো না ক্যান তুমি?
প্রেম দরোজার কড়া নেড়ে ভাঙলে হৃদয় ভূমি।
মনতো সেদিন দিয়েছিলাম চিরদিনের তরে
আজও কেনো পায়রাগুলি কেঁদে কেঁদে মরে?
প্রেম যমুনায় ডুব দেয়া কি ছিলো অপরাধ ?
তবে কেনো সেদিন বলো বাড়িয়েছিলে হাত?
কেড়ে নিলে মনটা আমার ছেড়ে দিলে আবার
এসব যেনো প্রেম দরিয়ার ছোট্টো মাছের খাবার
মনটা কেহ দিলে একবার ফিরিয়ে আনা দায়
কষ্ট ক্লেশ প্রেম বিরহে জীবন চ'লে যায়।