তোমার কাছে কেমন করে যাবো আমি বলো?
তুমি আমি যেমন আছি ঠিক সেভাবেই চলো
ভোরের বেলা শিউলি ঝ'রে ভরতো গাছের তলা
ডালা নিয়ে থাকতে বসে সারা সকাল বেলা।

ফুল কুড়ানো ছিলো তোমার শুধুই অজুহাত
আসলে যে খুঁজতে তুমি আমার দু'টিহাত
তোমার আমার চোখে শুধু চলতো প্রেম লীলা
এরই মাঝেই কেটে যেতো সকাল দুপুর বেলা।

পাড়ার মানুষ বুঝতো নারে দু'চোখের এ খেলা
বুঝতো শুধু ক্ষান্ত বুড়ী ভরেনা ক্যান ডালা
শিউলি ফুলে ভ'রে যেতো গাছের চারিধার
ছোট্টো একটা ডালা ভরতে হতো দুপুর পার।

গাছের তলে চোখাচোখির চলতো ভারী খেলা
মিষ্টি মধুর কথার সাথে কাটতো পুরো বেলা
ফুল কুড়াতে হাত নড়তো ভরতো নারে ডালা
ফুল কুড়ানোর নামে এযে শুধুই প্রেম লীলা।

প্রতি ভোরে ডালা নিয়ে বসতে শিউলি তলে
ভরতো নাযে ডালা তোমার ক্ষান্ত বুড়ী বলে
কলস ভরা পানি ছিলো তৃষ্ণা ছিলো সাথে
জনম জনম সাধন ক'রে মরলে পিপাসাতে।

ফুল কুড়ানি মেয়েটি আজ হয়তো দূরের গায়
বৌ সেজেছে লাল শাড়ীতে রাঙা আলতা পায়
সে সব কথা ভেবে ভেবে ফুল কুড়ানি মেয়ে
হাত নেড়ে যায় স্মৃতির পাতায় শৈশবেতে গিয়ে।

ছোট্টো বেলার এসব স্মৃতি সারা জনম ধ'রে
জ্বলতে থাকে তুষের মতো জ্বলে জীবন ভ'রে
এমন মানুষ কমই মেলে ছোট্টো বেলার স্মৃতি
ভুলতে পারে এ জীবনে ভালোবাসার প্রীতি।


বাংলা= ২১ বৈশাখ ১৪২৯
বার=মঙ্গলবার
ইংরেজী=০৪-০৫-২০২২
সময়ঃ=০৯-৪৩মিঃ
স্থানঃ টাঙ্গাইল