বেলজিয়ামের ভীরু বেটা বললো আদর ক'রে
আর ক'টা দিন থাকতে হবে মাগো কষ্ট ক'রে।
কেবলই না এলে তোমরা এখনই ক্যান যাবে?
তোমরা চ'লে গেলে তবে স্যারযে বকা দেবে।
ঘন্টা চারের ব্যবধানে চেহারাটা ব্যাটার
পাল্টে গেলো এমন ক'রে মানুষনা সে চামার?
আমার বাবার চাকরি নিয়ে ওরে আমার ধনু
বোনে গেলে এ্যাম্বাসেডর কতো বড়ো হনু।
বেলজিয়ামের ভীরুবেটা দিলোনা যে ঠাঁই
আপারা সব ভাগ্য হারা কোথায় বলো যাই?
বাঘের বাচ্চা হুমায়ুন রশিদ বললো ভীষণ চ'টে
আমিই হবো ক্যাপ্টেন এবার যা কিছু থাক ঘটে।
শেখ হাসিনা শেখ রেহানা অশ্রু জলে ভেসে
হাজির হলো হুমায়ুন কাকার জার্মানিতে এসে।
আপাদ্বয়ের আঁখির জলে কাঁদলো গাছের পাখি
কাঁদলো সকল রাস্তাঘাট আর কাঁদলো কাকা কাকী।
চোখের জলে যায় ভেসে যায় আমার আপা দ্বয়
কাকা কাকী বললো মাগো আয়রে কোলে আয়।
হুমায়ুন কাকা বিছিয়ে দিলো নিরাপত্তার চাদর
পেলো তারা ভালোবাসা কাকা কাকীর আদর।
হায়রে জীবন মানুষ চেনো থাকতে সময় হাতে
আপারা সব আজও কাঁদে করুণ আঁখি পাতে।