লাউ দিয়ে কি মজা ছিলো শোলমাছে
ফুলকপি বাধাকপি ছিলো সব কাছে
কৈ মাছ শিং আর মাগুরের ঝোল
খেতে ভারি স্বাদ এযে মহা কলরোল।
শীতকালীন তরকারি ভ’রে সব ডালা
রেখে দিতো পুরোপুরি তরকারিঅলা
যে যার ইচ্ছে মতো কিনে নিতো সব
খেতে বসে ডাইনিংএ কিযে কলরব ।
তাজা মাছ সবজির বছরের মেলা
আসে শুধু একবার প্রকৃতির খেলা
খেতে চাই তাজা মাছ ঘরে বসে সব্জি
বেখেয়ালে গিন্নীকাটে হাতের কবজি।
পছন্দের খাবার আসে শুধু একবার
ক্রেতারা কিনে খায় যা যা দরকার
মন চায় খেতে সব মজাদার খাবার
অপেক্ষা করতে হয় ন'মাস আবার।