সহজ সরল পারলে হতে
জীবন হবে ভালো
আরও হবে মিষ্টি মধুর
জ্বালবে সুখের আলো।
সভ্যতা আর কালচার থাকে
সহজ জীবন মাঝে
এমন জীবন সেরা জীবন
আড়ম্বর কি সাজে?
আড়ম্বরে দম্ভ থাকে
কখনো বা অর্থের
আবার থাকে প্রতিপত্তির
কখনো বা স্বার্থের।
এ জীবনে অল্প সময়
সহজ হ'য়ে চলো
নিজে সহজ হ'য়ে আবার
অন্যকে তা বলো।