লাল শাড়ীটা পরলে তোমায়
খুবই লাগে ভালো
তুমি কি তা বুঝতে পারো
জ্বেলে চোখের আলো।
বাতাস বহে ধীর লয়ে
তোমার আভাস পেয়ে
শাড়ির আঁচল নেয় উড়িয়ে
গুটি গুটি পায়ে।
সৌরভ মাখা শাড়ির আঁচল
হাতে তোমার ধরা
সেই সুবাসে পাগল আমি
প্রাণযে আকুল করা।
তোমায় নিয়ে টিএসসিতে
থাকবো সারাদিন
পুষিয়ে নিও সেদিন তুমি
আমার যতো ঋণ।