কতোটুকু দিলাম আমি বুঝলে না যে তুমি
যেদিন আমি থাকবো নারে কাঁদবে হৃদয় ভূমি।
আকাশ হবে বিহঙ্গ হীনফুটবে না যে তারা
ফিরবে খুঁজে বিশ্বমাঝে হবে দিশেহারা।
পাখির ডাকে ভোরবেলা জেগে ওঠো তুমি
মোরগ ডাকে পূব আকাশে সূর্য ওঠে চুমি।
সকাল বেলা বোঝেনা কেউ সাঝ বেলাতে বোঝে
কামড় খেয়ে সাপের বিষেওঝার বাড়ি খোঁজে।