চারপাশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি
শ্বাসরোধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার উপক্রম প্রায়
একানকার ধুলোমাটি,কাদা,বৃক্ষ,গাছপালা সবি বিষাক্ত আজ
অচেনা এক বিরানভূমি তে পরিণত হয়েছে সব 
বিদগ্ধজন জ্ঞানী,গুণী লোক থাকুক সবাই এ পৃথিবীর পরে
আমরা আর থাকতে চাই না
এই সব মহা মানবদের তরে

হয়তো হৃদয়ে রক্তক্ষরণ হবে, তবুও
চলে যাবো আমরা প্রশান্ত মহাসাগরের নির্জন তীরে
সেখানে গড়ে তুলবো ছোট্ট সুখের নীড়
একেবারে ছনের একখানা ছোট্ট কুঁড়ে ঘর
যেখানে কাটবে নীলা আর আমার বাকী জীবনের অবসর

বুক ভরে  শ্বাস নেবো
প্রকৃতির সাথে মিশে যাবো
নির্মল বায়ু  করবো সেবন আমরা দু'জনে
সাগরের নীল জলের সাথে সখ্য হবে আমাদের
ডানা মেলে নির্বিঘ্নে উড়ে যাওয়া পাখির সাথে হবে মিতালী
কথা হবে সোনালী ডানার চিল আর সাগরকন্যার সাথে

ঢেউয়ের তালে তালে পাখির ডানার মতো দু-হাত ছড়িয়ে দিয়ে
সাগরের নীল জলে ভাসতে ভাসতে হারিয়ে যাবো আমি আর নীলা
কেটে যাবে সাগরের ঢেউ
চিল আর সাগরকন্যার সাথে আমাদের সারাবেলা
..….......................চলবে