সাগরের স্বচ্ছ নীল জল বায়ু পরিশুদ্ধ অতিশয়
কোনো অসুখ ভর করে না এখানে
জরা ব্যাধিগ্রস্ত হয় না কেউ এখানে
সাগরের নির্মল বায়ু পৃথিবীর যেকোনো ওষুধ
অপেক্ষা অধিকতর শক্তিশালী
কোনো অসুখ ভিড়তে পারবে না আমাদের কাছে
আমি আর নীলা সাগরকন্যার সাথে মেতে উঠি
অফুরন্ত আড্ডায়
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
কাটিয়ে দেই সাগরকন্যার সাথে
ভেসে যাই উদ্যম গতিতে স্রোতের তালে তালে
কদাচিৎ ফিরতে বিলম্ব হলে
সাগর তীরের লাল কাকড়া, ঝিনুক আর প্রবাল বারবার
খুঁজে ফেরে আমাদের
সাগর তীরে ছনের ছোট্ট একখানা সুখের কুঁড়ে ঘরে
বাস করি আমি আর নীলা
প্রতিবেশী পাখিগুলো এসে আমাদের পাশে দাঁড়ায়
শোনে আমাদের ফেলে আসা জীবনের
সুখ দুঃখের সব গল্প
হারমোনিয়াম তবলা নিয়ে হাজির হয় তারা
সকলে মেতে ওঠে গানে
সুরের লাহরী তে আনন্দে হয় মাতোয়ারা
সাগরে প্রবাহমান জাহাজের যাত্রীরা গান শুনে
মুগ্ধতার আবেশে তারা ও গেয়ে ওঠে "সাগরের তীর থেকে.
........................... ভাবি মনে মনে "
খুশী তে হয় আত্মহারা সবাই
আবার অদৃশ্য হয়ে যায় তারা ঐ দূর সাগরের সীমাহীন
প্রান্তের দিকে
...…....….........................…...............চলবে