সেখানে নেই কোনো সন্ত্রাস, নৈরাজ্যবাদ,অরাজকতা
আর বিশৃঙ্খলা
নেই কোনো বনখেকো, ভূমিখেকো মানুষ নামের পশুদের
ভিড় সেখানে
ছোট্ট ছনের কুঁড়ে ঘরে
আমার আর নীলার জন্য সেখানে আছে
ছোট্ট একটা বিছানা, বালিশ আর প্রকৃতির অপার দানের
লেটেস্ট মডেলের এসি ও ফ্রিজ
আকাশ থেকে অঝোরে বর্ষণ শুরু হলে
নীলা খিচুড়ি,গরুর মাংস ভুনা আর ইলিশ মাছ ভাজি করে
সাগরকন্যা আর সাগরের নাবিকরা হয় মাঝে মাঝে আমাদের
নিমন্ত্রিত অতিথি
মহানন্দে কেটে যায় দিন আমাদের সারাবছর
তাদের সকলের সাথে
কিছুটা শীত শীত অনুভূত হলে চুল্লীর ওপরে দু'হাত তুলে
ধরে শীত নিবারণ করি আমরা
নারকেল গাছকে আড়াল করে মিষ্টি জোছনা ঝরে পড়ে
আমাদের কুঁড়ে ঘরে
ঘরের চালের ছিদ্র দিয়ে উঁকি মারে জোছনা আর কথা বলে
হেঁসে হেঁসে নীলার সাথে
সোনা মাখা জোছনার মিষ্টি আলোর অফুরন্ত সম্পদে ভরে যায়
আমাদের গোলাঘর
...…........................……..…....…..…...............চলবে