সাগরের বুক চিরে নির্বিঘ্নে এগিয়ে যেতে থাকে জাহাজ
সুদূর গন্তব্য পানে
ঝিরিঝিরি বাতাস প্রবাহিত হতে থাকে আর রাজকন্যা হাত
নেড়ে হাসিমুখে শুভাশিস জানিয়ে
নিমেষেই অদৃশ্য হয়ে যায় সাগর দিগন্তে ঝুলে থাকা রক্তিম
আভার সাথে
মদখোর,গাঁজাখোর নেশায় বুদ হয়ে থাকে না এখানে কেউ
আমার নীলার দিকে ও তাকায় না কেউ এখানে আড় নয়নে
রাতের আঁধারে ঐ দূর নক্ষত্রের সাথে কথা হয় আমাদের
দু'জনের
মাঝে মাঝে দু'চারটে পাখি রাত্রির কিনার ঘেঁষে ইঞ্জিনের
মতো শব্দ করে ছুটে যায় প্রেমের টানে
সুদীর্ঘ ভেজাল জীবনের ইতি টেনে খুঁজে পেয়েছি আজ এই
শান্তি সুখের ঠিকানা
আমাদের ই ছোট্ট ছনের কুঁড়ে ঘরে
যেখানে নেই কোনো ট্রাফিক জ্যাম,বাস,ট্রাক গাড়ির অহেতুক
কান ঝালাপালা করা কোনো শব্দ
নেই কোনো অহংকার,হিংসা ও বিদ্বেষ এখানে
শান্তির সুবাতাস বয়ে যায় এখানে
ফেলে আসা পৃথিবীর জীবনের সব ধ্বনি সব শব্দ থেমে গেছে
আজ
বিলীন হয়ে গেছে এখানে আসার পরে একেবারে
শব্দহীন মিষ্টি মধুর জোছনার আলোর ভিতর দিয়ে
হৃদয়ের পাখিরা যায় খেলে
মাঝে মাঝে সাগরের কিছু জেলেরা মাছ ধরার জাল যায় ফেলে
.....…......................চলবে