হয়তো নারী দেহ পুরুষের খুব কাছেই আছে
একেবারে নাগালের মধ্যেই আছে সে
পুরুষ ও ঠিক তার কাছেই আছে বসে
কিন্তু পুরুষ কি তার ভুগোল ইতিহাস আবিস্কার করতে পারে?
কিন্তু না পুরুষ আছে হা ঠিকই আছে লক্ষ কোটি মাইল দূরে
ঠিকই নারীর থেকে আছে যোজন যোজন দূরে
পুরুষের কল্পনাতীত দূরত্বে নারী অবস্থান করে
নারী থাকে আকাশ জুড়ে আকাশ হতে আকাশ ভেঙে আর এক
আকাশে ঘরবাড়ি করে
নারী থাকে ঠিক সমুদ্রের তলদেশে ঠিক পুরুষের অজানা সম্পদ
হয়ে
নারী থাকে আকাশে উড্ডীয়মান চিলের হৃদয়ে
নারী থাকে গাছের ডালে পত্র পল্লবের আড়ালে
নারীর দেহ দেখা যায় বটে কিন্তু আসলে তাকে দেখাই যায় না
তার শুধু ছায়াকেই অনুসরণ করে যায় পুরুষ
পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্তের দূরত্ব সীমার বাইরে বাস
করে নারী
সম্পদে সমৃদ্ধ নারী লুকিয়ে থাকে প্রকৃতির মাঝে ছায়া হয়ে
কাছে থেকেও হাজার হাজার কোটি মাইল দূরে থাকে নারী
চোখের সীমারেখায় নারীর ছায়া থাকলেই কি নারীকে দেখা যায়?
নারীকে দেখতে হলে সাধনার চোখ বা ম্যাগ্নিফাইং গ্লাস থাকতে হয়
তার জন্য প্রয়োজন হয় আরও একটা চোখ
এই অক্ষিগোলকের মধ্যে ঢুকিয়ে গভীর ধ্যান ও গবেষণা করতে
পারলেই খুঁজে পাওয়া যায় নারীর ঠিকানা
পুরুষ কে নিপতিত হতে হয় সাধনার অতল গহীন সাগরে
তুলে আনতে হয় সযত্নে লুকিয়ে রাখা মনি মুক্ত
সাধনার স্পর্শ কেন্দ্র খুঁজে পেলেই শুধু নারীকে খুঁজে পাওয়া যায়
নারী দেহ খুঁজে পেতে জয় করতে হয় নারীর মন
যোজন যোজন দূরের নারীর অবস্থান তখন আর দূরে থাকে না
নারী হয়ে যায় তখন একটা মাত্র হৃদয় ও মন
সেই হৃদয়ই পুরুষ কে বলে দেয় নারী কে
নারীর ঠিকানা আর তার গোপন আস্তানা
নারী মূলতঃ পুরুষের হৃদয়েই ডুপ্লিকেট বাড়ি করে বসে আছে তার
চোখের সামনেই
নারীর মন স্পর্শ করতে পারলেই খুঁজে পাওয়া যায় নারীকে
কিন্তু পুরুষ পায় না খুঁজে তার ঠিকানা
দেখতে পায় না কোথায় সে নারীর আস্তানা
কই সে পুরুষ যে পারবে জয় করতে নারীর মন?
ঘুচাবে নারী মনের দূরত্ব সীমা যোজন যোজন