সকাল বলে বিকেলরে ভাই
কোথায় আমরা যাবো?
কোথায় গেলে আমরা তবে
সত্যের সন্ধান পাবো?
মিথ্যা হলো রাজা আজি
সত্য হলো প্রজা
সত্য কথার নাই কোনো দাম
ব্যপারটা খুব সোজা।
মিথ্যা সবাই বিশ্বাস করে
কয়না কোনো কথা
সত্য কথা বললে সবাই
প্রমাণ চায়রে তথা।