মাঝে মাঝে ইচ্ছে হয় খুব ইচ্ছে হয় আমার
পোড়া মাটির গন্ধ শুকে খুঁজে নেই
'বনলতা সেনের'
ঠিকানা আমার
রৌদ্র স্নান করতে ইচ্ছে হয়
প্রকৃতির সমতল ভূমিতে কাশ বনের পাশে
আমার সত্যিই খুব ইচ্ছে হয়
সূর্যের দূতিময় রৌদ্র স্নান করতে
জন্মের পর থেকে পুকুর সমুদ্র সৈকত নদী নালায়
কতই না স্নানের তোড়ে ভেসে গেছি
ডুবে গেছি একেবারে
হারিয়ে ফেলেছি নিজেকে
ডুব সাতারে
কিন্তু তৃষ্ণা মেটেনি কখনও আমার
মনে হয় আরও কিছু বাকী রয়ে গেছে
অনেক কিছুই রয়ে গেছে বাকী জীবনে আমার
জলে ভরা শরীর আমার ঠিক যেন সমুদ্রের জোয়ার
তবু কেনো জ্বরে পুড়ে দেহ দেখি তামা হয় আমার ?
এত বৃষ্টি এত জল এত সমুদ্র সৈকত
ভিজলাম ইচ্ছে মতো সাগরের ঢেউয়ের সাথে
তবু কেনো নামেনা জ্বর মেটেনা তৃষ্ণা একটুও আমার?
কেনো এ করুণ দৈন্যদশা?
কেনো এ দাবানলের মতো করুণ হাল আজ আমার?
ইচ্ছে হয় রৌদ্র স্নানে পুড়ে ভস্মীভূত আর ছাইখার হই বারবার