কিসে বাঁধা পড়লাম আমি
রশি নাকি দড়ি?
চলতে গেলে হাটতে গেলে
নিত্যযে যাই পড়ি।
ব্যথা আমার সারা অঙ্গে
ওষুধ দেবো কিসে?
খাইনি কোনো বিষতো কভু
মরছি কেনো পিষে?
প্রতিক্ষণে পড়ছি ধরা
কিসে মায়াজালে?
কেউ শোনেনা কেউ দেখেনা
গোপনে কথা বলে।
কেউ জানেনা কেউ বোঝেনা
এমনতরো খেলা
চব্বিশ ঘণ্টা যাচ্ছি খেলে
মেঘ মুল্লুকে মেলা।