ভালো কাজ যতোই করো
সবাই যাবে ভুলে
ছোট্ট একটা মন্দ কাজে
সুনাম যাবে চ'লে।
দরকার হলে একাই থাকো
একলা জীবন নিয়ে
সাপ পুষোনা তবুও কেউ
দুধ কলা ভাত দিয়ে।
প্রিয়জন ব'লে কি কিছু
দুনিয়াতে আছে?
যা আছে সব প্রয়োজনই
আর কিছু নেই পাছে।
প্রয়োজনই আসল কথা
প্রয়োজন হ'লে শেষ
রং বদলায় প্রিয় মানুষ
ধরে আপন বেশ।