রক্ত যখন শীতল হবে চলবে না আর গাড়ি
থাকলে তখন কিইবা হবে আলিশান এক বাড়ি।
ছেলেমেয়ে নাতী নাতনী সবই তোমার রবে
বড়োবুড়ি একলা ঘরে কেউনা কাছে রবে।
লোক হলো আসল সম্পদ তুলনা যার নাই
বুড়োকালে দরকার যখন দেখবে তখন নাই।
বয়স থাকতে যায়না বুঝা লোকের মূল্য কি?
বুড়ো কালে বুঝলে তখন লাভ-বা হবে কি?
কেউবা থাকবে আমেরিকা কেউবা থাকবে জার্মান
কেউবা থাকবে অস্ট্রেলিয়া কেউবা থাকবে জাপান।
যখন তোমার চেয়ার ছিলো যখন ছিলো টাকা
ঘুরতো তখন তোমার পিছে মৌমাছিদের চাকা।
হাটতে যখন লাঠি লাগে ওষুধ খেতে ও লাগে
লোকগুলো সব পড়বে কেটে পড়বে আগে ভাগে।
পাষন্ড সব মানুষ গুলো বুড়ো বুড়ির পানে
তাকায় না আর ফিরে তারা থাকে নিজের ধ্যানে।