সারাজীবন একমুঠো রোদের জন্য অপেক্ষা করেছিলাম
বিশাল পৃথিবীব্যাপী আকাশ জুড়ে রোদ ওঠে
গাছপালা পশুপাখি মানুষ কীটপতঙ্গ সবকিছুর কল্যানে
এগিয়ে আসে এই রোদ্দুর
প্রয়োজন অনুযায়ী কথা বলে সবার সাথে
কার্পণ্য করেনি এতোটুকুও কখনো
রোদ্দুর নিয়ে কেউ আকাশ ছুঁয়েছে
কেউ বা বিমানে চড়ে বিপজ্জনক সাগর পাড়ি দিয়েছে
দেশ বিদেশের মাটি ছুঁয়েছে
চাকরি-বাকরী ব্যবসা-বানিজ্যে পসার ঘটিয়েছে
সকলের ক্ষেত্রেই অসীম উদারতা দেখিয়েছে শুধু আমি
ছাড়া
ক্ষীণতর উদারতার আনুকুল্যে আমি ও সকলের মতো
রোদ্দুর হতে পারতাম
পৃথিবীর আকাশ জুড়ে কতো রোদ কতো ঔজ্জ্বল্য
অথচ আমার ক্ষেত্রেই রোদের বিশাল আকাল দেখা দিলো
তাই আমি আর রোদ্দুর হতে পারলাম না!