রাজা বলো মন্ত্রী বলো হাজার বাড়ি গাড়ি
প্রজার টাকায় কিনে দেখায় কত বাহাদুরি
করার সময় হুঁশ থাকেনা লোভের নাহি শেষ
অট্টালিকার পরে শুয়ে সুখেই থাকে বেশ।
প্রজার টাকায় বাড়ি গাড়ি প্রজার টাকায় ব্যাংক
করার সময় শুধুই ভাবে শুধুই তাহার র্যাংক
লোভে পড়ে সব খেয়ে নেয় একটুও না রাখে
প্রজা কাঁদে ক্ষুধার জ্বালায় রাজা বসে দ্যাখে।
প্রজা মনে বলতে থাকে খেতে তুমি থাকো
সময় হলে ধরবো তোমায় বাঁচতে ছবি আঁকো
একদিন ঠিকই প্রজা ক্ষ্যাপে রাজা তখন ফাঁদে
কেউ থাকেনা রাজার পাশে রাজা শুধুই কাঁদে ।
সময় থাকতে কেউ বোঝেনা কিবা রাজা উজির
পিয়ন পেয়াদা ডাকলে পরে সেকেন্ডে হয় হাজির
আজকে তোমার কোথায় গেলো রাজার বাহাদুরি
শূন্যতা আর হাহাকারে করছো আহাজারি ।