তোমরা যারা পাড়ার শিশু সকলে বোন ভাই
মিলেমিশে থাকতে হবে বিকল্প এর নাই।
পাড়ার সকল শিশু যারা তোমারই সজ্জন
অধিকার আছে তাদের আবার তারাই আপনজন।

বিপদ আপদ হলে কারোর আপন ম'নে ক'রে
ঝাপিয়ে পোড়ো সাহায্য কোরো প্রতিবেশীর তরে।
প্রতিবেশী তোমার আপন মনে রেখো তুমি
তাদের ছাড়া তোমার জীবন সেযে বিরান ভূমি।

ভালো খাবার রান্না হলে পারলে কিছু দিও
তাদের কিছু থাকলে বলার একটু শুনে নিও।
একসাথে চলবে সবাই পড়বে একই সাথে
একসাথে খেলবে সবাই বিবাদ যে নাই তাতে।

স্কুলেতে যাবে সবাই গলাগলি ক'রে
পড়বে আবার আসবে ফিরে বিকেল হলে পরে।
এলাকার সব আপনজনে গুনছে শুধু দিন
লেখাপড়া শিখে তোমার শুধতে হবে ঋণ।

ঝগড়াঝাটি মারামারি কখনো না করো
লেখাপড়া শিখে তোমরা হওনা অনেক বড়ো।
তোমরা বড়ো না হলে আর কেবা বড়ো হবে?
দেশের সেবা তোমাদের ছাড়া কাদের দ্বারা হবে?

সততা আর সৎ কাজ ব্রত হোক না সবার
তানা হলে থাকবে না আর দেশকে কিছু দেবার।
প্রতিবেশীর সাথে তোমরা থাকবে মিলেমিশে
আর না হলে পথ হারাবে পাবে না আর দিশে।


তারিখ-
বাংলা-২৭ চৈত্র ১৪২৮, রবিবার
ইংরেজী-১০-০৪-২০২২
সময়ঃ ২২-১১ মিঃ
স্থানঃ
বাংলো-জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ