সমস্ত দিনের শেষে ক্লান্ত দেহে পৃথিবী ঘুমিয়ে পড়ে
অনেক প্রশ্ন আর বেদনার কান্না নিয়ে মনে তার
ঘুমিয়ে পড়ে পৃথিবী সারাৎসার
দিনের কলরব কোলাহল থেমে যায়
একেবারেই নীরব নিস্তব্ধতার সাইরেন বাজিয়ে
ঢ'লে পড়ে সে
একমাত্র শান্তির অন্বেষণে
বরফের মতো ঠান্ডা হয়ে ঘুমিয়ে পড়ে সে
দিনের শেষে
গাছপালা পশুপাখি জীবজন্তুর কাছে
শীতের কূয়োর স্থির পানির মতো
কয়াশার শব্দহীন চাদরের মতো
নীরব শব্দের মতো সন্ধ্যা নামে
পূর্ণ রাত নিদ্রাহীন চোখে তাকিয়ে থেকে
চোখের নীচে ক্লান্তির কালো রেখা এঁকে দেই
আর নিরন্তর কথা ব'লে যাই আমি
ক্লান্ত রাতের সণে
আর নক্ষত্রের তলে আমি শুধু একা জেগে রই
এভাবেই পৃথিবী একা ফেলে আমাকে
ঢ'লে পড়ে ক্লান্তি মোচনের ঘুমের বিছানায়
পৃথিবী ঘুমিয়ে থাকে রাতের গভীর নীরবতায়
আর আমি শুধু একলা জেগে রই