দুঃখ গুলো দলছুট হ'য়ে ঘুরে বেড়ায়
গোটা পৃথিবী জুড়ে
আকাশের উড়ন্ত শামুকভাঙা মেঘের মতো
ঝাউবন ধানক্ষেত শালিকের ঘরে শুধুই ওড়াউড়ি করে
আবার ফিরে যায় বিকেলের মাছরাঙা সূর্যের তরে
দিনরাত খেলে যায় আমন ধানের ক্ষেতের ভাঙা আইল
ধ'রে
ক'য়ে যায় ব'লে যায় হৃদয়ের অতলান্ত থেকে
গভীর দুঃখময় বেদনার যতোসব কথা
গোরুর ওপর ব'সে থাকা খয়েরী রঙের শালিকের সাথে
ব'লে যায় দুঃখরা অনেক কথা
সারাজাহান ধ'রে দুঃখদের এতোসব কিসের ওড়াউড়ি?
ঠিকানাহীন দুঃখরা চ'লে এসো আমার ঘরে
চ'লে এসো দুঃখরা সব চ'লে এসো আমার কাছে
তোমাদের নিয়ে গড়বো সাম্রাজ্য
থাকবো আজীবন একত্রে শুধুই তোমাদের নিয়ে
সরল-সুন্দর স্বর্গভূমির সীমান্ত খুলে ব'সে আছি
আলিঙ্গনের প্রত্যাশায়
পৃথিবীর সব দুঃখরা চ'লে এসো এখনই আমার কাছে
অত্যল্প দুঃখ নিয়ে বেঁচে আছি আমি
এ-তো কম সুন্দর দুঃখ নিয়ে কিভাবে কাটাবো জীবন?
দুঃখ সাম্রাজ্যের স্থপতি হিসেবে নিজেকে ভিখিরির মতো
ম'নে হয়
এ-তো কম দুঃখে তো আমার সাম্রাজ্যের কিয়দাংশ ও পূরণ
হবে না
বসুধার সকল দুঃখ দ্রুতই চ'লে এসো আমার কাছে
শুধু ই আমার কাছে
আমি বেঁচে রবো তোমাদের নিয়ে চিরদিন এই সুন্দর
পৃথিবীর পরে