পৃথিবী আজ উঠছে ফুসে বলো কোথায় যাই?
দূষণ মুক্ত পৃথিবী আজ কোথায় গেলে পাই?
দাবানলে পুড়ছে আজি ইওরোপেরই দেশ
পরিবেশ আজ হচ্ছে দূষণ সবই হবে শেষ।
যাচ্ছে হেরে পৃথিবী আজ হারছে সকল কিছু
জলবায়ুর উষ্ণতা আজ হাঁটছে পিছু পিছু ।
দেদারসে আজ হচ্ছে নিধন বৃক্ষরাজি সব
শুদ্ধ বায়ুর অভাব ভারী মানুষ হচ্ছে শব।
সীমান্ত আর দেশ দখল হচ্ছে দেশে দেশে
বলপ্রয়োগ যুদ্ধবাজী চলছে অবশেষে।
দেশে দেশে যুদ্ধ চলে দেখার কেহ নাই
অস্ত্র গোলা বারুদের কোনো অভাব নাই।
বলেনা কেউ যুদ্ধ থামাও শান্তি খুঁজে নাও
যুদ্ধ ছেড়ে দেশগুলো সব ঘরে ফিরে যাও।
কেমন ক'রে বাঁচবে মানুষ এই পৃথিবীর পরে
পরিবেশ আজ মরছে ধুকে সবার চারিধারে।